চট্টগ্রামে বেসরকারি নীল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কেন্দ্রের মালিক ইমরান হোসেন, তার সহযোগী লুৎফর রহমান, মোহাম্মদ রাশেদ ও মোবারক হোসেন। এ সময় জুয়া খেলার আখড়া থেকে ৩ বান্ডিল তাস এবং ৯ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শেরশাহ কলোনির প্লট নম্বর ২৭ এর চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্র। ইমরান হোসেনের পরিচালিত নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রটি ব্যবহৃত হয় অবৈধ কার্যকলাপের অভয়াশ্রম হিসেবে।
তাদের ধারণা ছিল, এটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হওয়ায় অনৈতিক কার্যকলাপ চললেও পুলিশ অভিযান চালাবে না। এখন তাদের ধারণা মিথ্যা প্রমাণ করা হলো। এ ব্যাপারে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই