জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে সুবিধাবঞ্চিত পথশিশু ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর এনায়েত বাজার, স্টেশন রোড, গোয়ালপাড়া, সিআরবি শিরিষতলা, নন্দনকানন বৌদ্ধ মন্দির, ষোলশহর ২ নম্বর গেইট, মুরাদপুর এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় পথ শিশু স্কুলের হাজার খানেক শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে বলেই আজকের স্বাধীন সোনার বাংলাদেশ। আজকের জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু একটি স্বপ্ন নিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তিনি স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির দ্বারপ্রান্তে বাংলাদেশ।
এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা আয়নুল ইসলাম আবেদ, শিবু প্রসাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কুতুব উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আহাম্মদ তছলিম, রতন ঘোষ, দ্বীপংকর রুদ্র বাপ্পা ও আবু তাহের রানা।
বিডি প্রতিদিন/এমআই