চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা লাগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো স্বর্ণের ১০টি বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিমান বন্দর কাস্টম হাউস ও এয়ার ফ্রেইট ইউনিট ওই যাত্রীর লাগেজ স্ক্যান করলে বিষয়টি ধরা পড়ে। এ সময় মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামের ওই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করে।
জানা যায়, গতকাল সকালে জেদ্দা থেকে আসা বিজি-৪১৩৬ ফ্লাইটে আসেন মো. সাজ্জাদ হোসেন। সন্দেহ হলে তার লাগেজ স্ক্যান করে খেলনা গাড়ির মধ্যে রাখা লিথিয়াম ব্যাটারির কার্বনের ভেতর কালো রঙের স্কচটেপ দিয়ে কৌশলে পেঁচানো অবস্থায় পাওয়া বারগুলো জব্দ করা হয়। উদ্ধার হওয়া বারগুলোর ওজন প্রায় এক কেজি ১৭০ গ্রাম।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো স্বর্ণের ১০টি বার পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই