চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতাল ও সিআইএমসিএইচ নার্সিং কলেজের যৌথ উদ্যোগে পালন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু বিভাগে চিকিৎসার জন্য আগত শিশুদের দিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও পরিচালকের নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর হাসপাতালের শিশু বিভাগের উদ্যোগে আলোচনা হাসপাতাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিআইএমসিএইচ’র পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন। বক্তব্য রাখেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রোকশানা আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. নাজমুল হুদা রিপন, ডা. শহিদুল ইসলাম ও ডা. আরমানা শারমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই