চট্টগ্রামে খাল থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ। শনিবার দুপুরে কর্ণফুলী নদীর শাখা খাল শিকলবাহার ভেল্লাপাড়া এলাকা থেকে অর্ধগলিত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।
সদরঘাট নৌ থানার থানার এসআই মনি সাধ্য বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম