রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সাধারণ ব্যবসায়ীদে প্রতি অনুরোধ জানিয়েছেন চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতি। শনিবার বিকেলে খাতুনগঞ্জের সমিতির কার্যালয়ে অনুষ্টিত সভায় এ আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি মো জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নাজমুল হক, দেবাশিষ দাশগুপ্ত, হারাধন চৌধুরী, মনির হোসেন প্রমুখ।
সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের দাম স্থিতিশীল রাখতে আড়তদার সমিতির নেতারা বৈঠক করেন। এতে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/এএম