সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড হবে। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় একই বছরের ৭ জুলাই লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন দুদকের কর্মকর্তারা। এরপরও তিনি বিবরণী জমা দেননি। পরে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
এরপর কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১-এর উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান ২০১৪ সালের ২১ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেন তদন্ত। সেই বছরের ১২ মে মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দিলেন আদালত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ