রাস্তা পার হওয়ার সময় মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় কাঞ্চন মালা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত কাঞ্চন মালা খুলশী থানার টাইগারপাসের কুয়ারপাড় এলাকার ৬ নম্বর বিল্ডিংয়ের পাশে থাকেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে খুলশী থানাধীন টাইগারপাস ৪ নম্বর গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, একটি গাড়ির ধাক্কা ৬০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত হয়। পরে চট্টগ্রম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে আসা হলে, চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে ওই ওয়ার্ডেই চিৎসাৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএম