চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের লম্বাঢিলে এলাকা থেকে মো. সুমন (৩০) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. সুমনের বাড়ি জাফতনগর ইউনিয়নের জাহানপুর। তবে তিনি দীর্ঘদিন খিরাম ইউনিয়নের প্রেমপুর ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম মো. মানিক।
এর আগে গত মঙ্গলবার সকালে কাঠমিস্ত্রি সুমন কাজের উদ্দেশ্য বের হলেও রাতে বাড়িতে ফিরেনি।
ফটিকছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. সেলিম জামান বলেন, খিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম