চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লেগে যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালক ও তার সহকারী আছেন। বাকিরা যাত্রী। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার উপজেলার চুনতি এলাকার জাঙ্গালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তাই আহত ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিক সংগ্রহ করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কবলিত বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী বাস লোহাগাড়ার চুনতি এলাকার জাঙ্গালিয়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটির চালক, সহকারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম