চট্টগ্রামে টেম্পু উল্টে আবদুল সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন। শুক্রবার গভীর রাতে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী বাড়ি ফেরার পথে টেম্পু উল্টে যায়। এতে আবদুল সাত্তার নামে একজন নিহত হন। আহত হন নুর হোসেন, হেলাল, আবদুল জলিল, কালা মিয়া নামে চার জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম