চট্টগ্রামের হাটহাজারীতে স্বামীর হাতে খুন হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ। শুক্রবার গভীর রাতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বামী মোহাম্মদ শফীকে গ্রেফতার করে।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় খুনে ব্যবহার করা ধারালো অস্ত্র। এ ঘটনার নিহতের ভাই ফোরকান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএম