রাত তখন দুইটার কাছাকাছি। মায়ের নিথর দেহের পাশে বসে কান্না করছিল দুই বছরের শিশু সন্তান। গভীর রাতে ওই শিশুর কান্না শুনে এগিয়ে আসেন প্রতিবেশীদের কয়েকজন। তারা দেখেন কম্বল মোড়ানো অবস্থায় রয়েছে আমেনা খাতুনের মরদেহ। পরে পুলিশকে খবর দিলে আমেনার লাশ উদ্ধার করে। গত শুক্রবার গভীর রাতে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আমেন সন্দ্বীপ উপজেলার মগধারা এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
সীতাকুন্ড থানার ওসি এ কে আজাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমেনা খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাকে খুনের পর স্বামী রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন জানান- এ মাসের শুরুতে বাঁশবাড়িয়া ওঠেন এ দম্পতি। তাদের দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। শুক্রবার রাতে তাদের সন্তানের কান্না শুনে এগিয়ে যায় কয়েকজন প্রতিবেশি। তারা দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে আটকনো। ঘরে প্রবেশ করে দেখতে পান আমেনার মরদেহ পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম