চট্টগ্রামে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা। হামলায় কমপক্ষে সাত জন আহত হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এণ্ড কলেজে এ ঘটনা ঘটে।
ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি আমির হোসেন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারে যায় নেতা কর্মীরা। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আট নেতা কর্মী আহত হয়েছেন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, ফুল দিতে এসে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করতে থাকে। তাদের এধরণের আচরণের প্রতিবাদ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।
তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে তারা ফুল দিতে আসলেও সবাই ছিল জামায়াত শিবিরের নেতা কর্মী। তারা পরিকল্পিত ভাবেই ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর