চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্বশুর বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে মো. ইউনুস নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত ইউনুস পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার জামাল হোসেনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি বলেন, শ্বশুরবাড়ির পরিত্যক্ত একটি ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন (ইউনুন) বলে শুনেছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম