চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি মিনিবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক রুবেল উপজেলার খাদেম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। এছাড়া যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে আহত দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনারগাঁ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান।
তিনি বলেন, চট্টগ্রাম ঢাকা মহাসড়কের সীতাকুন্ড উপজেলার উক্ত স্থানে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তবে এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম