চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা মামলায় এক নম্বর আসামি রানা মুর্তুজার জামিন আবেদন নামঞ্জুর ও চার নম্বর আসামি গাড়ি চালক আব্দুর রহিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম নগর সরকারি কৌঁসুলি (পিপি) এড. ফখরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলা মামলায় জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে উক্ত আসামিদের বিষয়ে জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে জিইসির মোড়ে হামলার শিকার হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ। তিনি তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে কর্মরত ছিলেন। ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় মামলা হয়। ঐ দিনে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম