চট্টগ্রামে রমজান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় রমজানে প্রায় দুই হাজার পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর নন্দনকানন, ডিসি হিল, জামালখান, আসকার দীঘির পাড় সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়।
এর আগের দিনও নগরীর এনায়েত বাজার, জামতলা, বয়লিউ ও জামাল খান ঝাউতলা এলাকায় গরিব-অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, রমজানে যেন সাধারণ, অসহায় ও পথচারী মানুষ ইফতারের কষ্ট না পায়, সেজন্য চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার নীতিতে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন কাজ করছে। এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে বলেও জানান তিনি।
সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় গরিব-অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, চসিকের সংরক্ষিত কাউন্সিলর আনুজমান আরা আঞ্জু, জামালখান ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, প্রসান্ত চৌধুরী জিসু, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, মোর্শেদ আলম, রতন ঘোষ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, এস এম হোসেন তুষার, আনোয়ার পলাশ, জোবাইদুল আলম আশিক, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ রুবেল প্রমখ।
এর আগের দিন ২য় রমজানেও ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন অধ্যাপিকা ববি বড়ুয়া, যুবনেতা সৌরভ বিকাশ বড়ুয়া বিধান, শিবু প্রসাদ চৌধুরী, এ এম কুতুব উদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ দেলোয়ার, মুকবুল হোসেন, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উদ্দীন মামুন, জুবাইয়ের আলম আশিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই