ঈদুল ফিতরের জামাতে মুসল্লি সেজে মোবাইল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মারুফ হাসান, মনসুর আলম এবং ইসমাইল নিলয়। অভিযানে তাদের কাছ থেকে ১৩টি মোবাইল সেট জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, এ চোর চক্রের সদস্যরা ঈদের জামাতে মুসল্লি সেজে বিভিন্ন জনের কাছ থেকে মোবাইল চুরি করে। চুরির বিষয়ে নজরে আসলে তদন্তে নামে পুলিশ। পরে স্টেশন রোডের চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত মারুফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চারটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এরপর স্টেশন রোড থেকে ইসমাইল ও মনছুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম