২৩ মে, ২০২২ ১৯:৩৩

সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রামে জনসচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রামে জনসচেতনতা কার্যক্রম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে। সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু আহত ও পঙ্গুত্বের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, দেশে করোনা মহামারীকালীন যে পরিমাণ মানুষ মারা গেছে, সড়ক দুর্ঘটনায় তার চেয়েও বেশি মারা গেছে। জনসচেতনতা এবং সরকারি-বেসরকারি প্রয়োজনীয় পদক্ষের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোখা সম্ভব। তাই আসুন, সচেতন হই, সড়ক দুর্ঘটনা কমাই।

সোমবার সকালে টাইগারপাস মোড়ে টিম পজিটিভ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, আত্মহত্যা-গুজব সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। গুজব হচ্ছে মিথ্যা ও বানোয়াট তথ্য। মিথ্যা তথ্যের কারণে হানাহানির মত ঘটনা ঘটে যায়। হতাশা ও পরিবারিক কলহের কারণে আত্মহত্যার মত ঘটনা ঘটে। তাই আত্মহত্যা ও গুজব প্রতিকারে সুষ্ঠু বিনোদন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে।

বাংলাদেশ প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর