চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-আবদুল হালিম এবং আরফাতুল ইসলাম ওরফে আরাফাত।
অভিযানে তাদের কাছ থেকে ২২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল হালিমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে আরাফাতকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই