চট্টগ্রাম নগরীতে ট্রাক থেকে পড়ে হামিম আহমেদ পাটোয়ারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিম নগরীর স্টেশন রোড এলাকার আবু ইউসুফের ছেলে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, সোমবার রাতে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকে উঠতে গিয়ে গুরুত্বর আহত হন হামিম। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএ