নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন মো. পারভেজ নামে এক কিশোর। সোমবার রাতে কর্ণফুলী থানার ফকিন্নীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই এলাকার মো ফোরকানের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সোমবার রাতে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যান পারভেজ। পরে তার চাচা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। রাতেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম