চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় দুই যুবককে পিটিয়ে খুনের মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করলে অনাদায়ে আরও চার মাস করে কারাদণ্ড দিয়েছেন। দন্ডিতরা হলো- বাদশা আলম, ফাুরক মিয়া, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ। তাদের বাড়ি সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া এলাকায়। খুন হওয়া দুজনই হলো বার আউলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন ও তার ফুপাতো ভাই জাহেদুল আলম।
মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারের জেরে ২০০৮ সালের ২০ এপ্রিল রাত তিনটার দিকে সীতাকুন্ডের বার আউলিয়া এলাকায় ইক্যুইটি রেডিমিক্স কারখানার ভেতরে নিয়ে হারুন ও জাহিদুলকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৮ সেপ্টেম্বর চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির লক্ষ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়েছিল। সেখানে কয়েকজনের সাক্ষ্যের পর নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে। দুই আদালত মিলে মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় উপস্থিত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম