সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করার অভিযোগে যুবদল ছাত্রদলসহ ১৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ভিপি মো. নাজিম উদ্দীন। মামলায় অভিযুক্তরা হলেন- হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, পৌর যুবদলের আহবায়ক মির্জা এমদাদ এবং জিএম সাইফুল।
বুধবার সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইবুন্যালের বিচারক হুমায়ন কবিরের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী আবু হেনা বলেন, ‘চাকসু ভিপি নাজিম উদ্দিনের জনপ্রিয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূণ্য মন্তব্য এবং স্ট্যাটাস দিয়েছেন অভিযুক্তরা। তাই সাইবার ট্রাইবুন্যালে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’
মামলার বাদী ভিপি নাজিম বলেন, ‘অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কটুক্তি এবং কুরুচিপূর্ণ স্ট্যাটাস এবং মন্তব্য করেছে। আমার বিরুদ্ধে কটুক্তি করার কারণে হাটহাজারীর মানুষ ক্ষুদ্ধ হয়েছে। তাদেরকে জনরোষ থেকে রক্ষা কারার জন্যই আমি এ মামলা দায়ের করেছি।’
উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘বিএনপি এখন আন্দোলনমুখী। যুবদল এবং ছাত্রদলকে আন্দোলন থেকে সরিয়ে আনতেই এ মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটি সরকারের এজেন্ডা বাস্তবায়নেরই অংশ।’
বিডি প্রতিদিন/এএম