বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ কালুরঘাট সেতু আগামী অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার আহ্বান জানিয়েছে। বুধবার দুপুরে সেতু পরিদর্শনকালে সংগঠনের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, কার্যনির্বাহী পর্ষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মেয়াদোত্তীর্ণ, জরাজীর্ণ কালুরঘাট সেতু পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, যুগ্ম মহাসচিব লায়ন মুহাম্মদ নুরুল আলম, সংগঠক প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহিম, এস এম সিরাজউদ্দোলা, কাজি গোলাপ রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, কামরুল হাসান শাকিল, মুহাম্মদ রাকিবুল আমিন, মুহাম্মদ শাহজাহান, হাসান সিকদার, গোফরান চৌধুরী, নুরুল ইসলাম রিপন, ইউনুছ আনছারী, মুহাম্মদ কামাল উদ্দীন, মুহাম্মদ ফরহাদ, ইউনুস উদ্দীন প্রমুখ।
সেতু পরিদর্শনকালে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুরঘাট সেতু বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে একনেকে পাস করার পরও নানা তাল-বাহানায় সেতু নির্মাণ কাজ শুরু করতে অদৃশ্য শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। সরকার চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফের ঘুনদুম পর্যন্ত রেললাইনের কাজ শুরু করার পরও কোন অজ্ঞাত কারণে কালুরঘাট সেতু নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে তা আজ চট্টগ্রামবাসী জানতে চায়।
কালুরঘাট সেতুর কারণে অনেক মানুষের প্রাণনাশ হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। অসুস্থ রোগীদের নানা দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। মানুষ কষ্টের সীমা হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন যাবত কালুরঘাট সেতু না হওয়ায় তা চট্টগ্রামবাসীর জন্য ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের দাবি, আগামী অর্থবছরে পদ্মা সেতুর আদলে সড়ক কাম রেল লাইন সংযোগসহ কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
বিডি প্রতিদিন/আবু জাফর