চট্টগ্রামে চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করার দায়ে চার আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করা হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে পাহাড়তলী চালের বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে পাহারতলী বাজারের মেসার্স বাগদাদ ট্রেডিংকে ২০ হাজার টাকা, মেসার্স শাহজালাল স্টোরকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা, মেসার্স রাইচ হাউজকে ১ হাজার টাকা জরিমানা এবং ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় আমেনা ট্রেডার্সকে সিলগালা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করায় অভিযান পরিচালনা করা হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় চাল মজুদ করার লাইসেন্সে উল্লেখিত পরিমাণের বাইরে চাল মজুদ করায় তাদের অর্থদন্ড ও মুচলেখা নেয়া হয় এবং একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম