ইতালি ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মো. শাহেদ (৩৩) নামে এক যুবক। বুধবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখান বাজার হাইলেবেল রোডের যুব সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত শাহেদ লালখান বাজার তুলা পুকুরপাড় এলাকায় ভাড়া থাকেন। তার বাবা কাজী গোলাম সরোয়ার।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাদেকুর রহমান বলেন, আর্জেন্টিনা বনাম ইতালির ফুটবল খেলা নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে শাহেদ নামে একজনকে মারধর করে প্রতিপক্ষের দুই সমর্থক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমান তিনি ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত শাহেদের স্ত্রী সোমা সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষ খেলা নিয়ে ঝগড়া করছিল। তখন আমার স্বামী বাধা দিতে গেলে একপক্ষ আমার স্বামীর ওপর হামলা চালায়। এতে তিনি মাথা ও হাতে বেশ আঘাত পান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহেদ কোনো পক্ষের সমর্থন করতেন কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ