চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় একজনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল হকের ছেলে মোহাম্মদ হাসান (৩০)। তবে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুন রাতে নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় মোহাম্মদ হাসানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের কোতোয়ালী সার্কেল। পরে তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের কোতোয়ালী সার্কেলের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় মোহাম্মদ হাসান নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/এএম