চট্টগ্রাম নগরের চালের অন্যতম পাইকারি বাজার চাক্তাই এবং বন্দর মার্কেটের চালের আড়তে অভিযান পরিচালনা করে দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদ করার দায়ে ৬ আড়তদারকে জরিমানা এবং একটি আড়তকে সিলগালা করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করে তুলেছেন। সেই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায় চাল মজুদ করার লাইসেন্সে উল্লেখিত পরিমাণের বাইরে চাল মজুদ করছিল, তাদের জরিমানা করে মুচলেকা নেয়া হয়েছে। একইসঙ্গে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম