চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল স্মরণে খচিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ জামাল ও রোজী জামাল ডরমেটরিও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
চট্টগ্রাম প্রান্তে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চুয়েটের উপাচার্য ড. মো. রফিকুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করে। আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নব পরিণীতা সুলতানা, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তার নব পরিণীতা বধূ রোজি ও ১০ বছরের শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। একই সঙ্গে তিনটি বাড়িতে আক্রমণ করে আমার পরিবারের ১৮ জন সদস্য প্রাণ হারায় ঘাতকের নির্মম বুলেটে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’
বিডি প্রতিদিন/এমআই