চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপাল ঘাটা এলাকায় বিলের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। দুই ভাই বোন হল- মোহাম্মদ ওমর ফারুক (৯) ও ওম্মে হাবিবা (৭)। তারা দুজনই ওই এলাকার মোহাম্মদ লোকমানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে কিছুটা দূরবর্তী বিলের মাঝে দুই ভাইবোনকে গরু চড়াতে দিয়ে বাবা কাজে চলে যায়। কিছুক্ষণ পর এসে দেখে তারা সেখানে নেই। একপর্যায়ে খোঁজাখুঁজির সময় বিলের মাঝে গর্তের পানিতে (স্থানীয় ভাষায় হাঁড়ি) তাদের দু’জনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন, পানিতে ডুবে দুই ভাইবোন মারা গেছেন। ইতোমধ্যে তাদের দাফন-কাফন করা হয়েছে। এটি অত্যন্ত বেদনার বিষয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা জরুরি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে গোসল করতে খালে নামলে দুই শিশু পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ১০ বছর বয়সী মোহাম্মদ শামীম স্থানীয় মনির হোসেনের ছেলে এবং শামীমের খালাতো ভাই ৭ বছরের রবিউল ইসলাম আইয়ুব আলীর সন্তান।
বিডি প্রতিদিন/আবু জাফর