উপমহাদেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৮টি জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিটি জাল ১ হাজার মিটার করে মোট ৮ হাজার মিটার।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করার সময় পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ ৮টি চর ঘেরা জাল জব্দ করা হয়। হালদা নদী রক্ষায় অভিযান ও টহল অব্যাহত রাখা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর