চট্টগ্রাম নগরের হলি হেলথ নামে একটি বেসরকারি হাসপাতালের মালিকপক্ষ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এ নিয়ে শুক্রবার সকালে বেতন-ভাতার দাবিতে প্রতিষ্ঠানের কর্মচারীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। বেতন না দেওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে বিপাকে পড়েন বলে জানা যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়ন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গত ১৩ জুলাই হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করে। এরপর আগামী ২০ জুলাই বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করার জন্য চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
জানা যায়, গত ৭ জুলাই কোরবানির ছুটিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সব কর্মচারীকে ছুটি দেওয়া হয়। এরপর কর্তৃপক্ষ পূর্ব কোনো ঘোষণা ছাড়া হাসপাতাল বন্ধ করে দেয়। ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দেওয়া হয় এবং কর্মরত কর্মচারীদের বের করে দেওয়া হয়। এ হাসপাতালে ৮০ জনের বেশি শ্রমিক-কর্মচারী কর্মরত। গত জুন মাসের বেতন, ঈদের বোনাস ও বার্ষিক অর্জিত ছুটির টাকাও আটকে যায়।
চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ইফতেখার কামাল বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ হাসপাতাল। কর্মচারীদের জুন মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কেউ আসেনি। বিষয়টি আমরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিয়েছি। আগামী ২০ জুলাই এ ব্যাপারে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করা হয়েছে। আমরা চাই শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করে নিয়ম মতে প্রতিষ্ঠান বন্ধ করা হোক।
বিডি প্রতিদিন/এমআই