চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট শিকদার পাড়া এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো ওই এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান (৭) ও ফাতেয়াবাদ এলাকার সন্দ্বীপ কলোনির মো. রাসেলের মেয়ে সুবর্ণা (৭)। শুক্রবার দুপুরের দিকে চৌধুরীহাট শিকদার পাড়ার আলী খান চৌকিদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে যায়। পুকুরে খোঁজাখুঁজি করার পরও তাদের পাওয়া যায়নি। পরে জাল দিয়ে গভীর পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম