চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ হাউজিং এলাকায় পারিবারিক কলহের জেরে মো. রুবেল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মো. রুবেল ওই এলাকার মৃত মোস্তফার ছেলে। শুক্রবার শহীদ টিটুর বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার এসআই দিপলু।
তিনি বলেন, রুবেলের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রুবেলের ভগ্নিপতি থানায় খবর দেন। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম