চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শফি (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার মুরাদনগর এলাকার বাসিন্দা। শনিবার এ ঘটনা ঘটে বলে জানান রাঙ্গুনীয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক চৌধুরী।
তিনি বলেন, শনিবার সকালে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে দ্রুত পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম