চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভুজপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ৩ জন আহত হয়েছেন। নিহতের নাম হচ্ছে শারমিন আক্তার (২৮)। তিনি ভুজজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরের স্ত্রী। আহতরা হলেন শারমিন আক্তারের ছেলে মোবারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২)। তবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।
শনিবার উপজেলার মির্জারহাটের দক্ষিণে কোর্টবাড়িয়া এলাকায় গহিরা-হেঁয়াকো সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরী।
তিনি বলেন, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
শারমিনের শ্বশুর আমির হোসেন সওদাগর বলেন, সকালে পুত্রবধূ ছেলে ও বোনের মেয়েকে নিয়ে বাপের বাড়ি পাইন্দং থেকে ভুজপুর শৈলকূপা আসার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় চালকসহ পিকআপ ভ্যান আটক করা হয়েছে বলে জানান ভুজপুর থানার এসআই সুমন।
বিডি প্রতিদিন/এএম