চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, ‘সরকারি সেবা আরও গতিশীল করতে সচিবালয়ের নির্দেশমালা আমাদের মাঠ প্রশাসনের জন্য অবশ্যই অনুসরণীয় একটি বিষয়। সচিবালয়ের ন্যায় প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার নন ক্যাডার পদে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা জরুরি। সরকার বিষয়টি নিয়ে ভাবছে। ২০১৮ সালে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বিষয়টি আলোচনা হওয়ার পর সরকার আমলে নেয়। আগামীতে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক সম্মেলনেও বিষয়টি উত্থাপন করা হবে।’
গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. বদিউল আলম।
বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র নাথ, সহ-সভাপতি মো. মমিনুল হক, সদস্য ড. আকবর হোসাইন, মো. শামসুল হক, মো. জসিম উদ্দিন, সোনারাম দে, মো. শাহ আলম, মো. সাহেব আলী, মো. কামাল উদ্দিন, কাজী আহছান উল্লাহ, হারাধন চন্দ্র মজুমদার, হারুনুর রশিদ, পিনাক পানি চৌধুরী, আবদুর রহিম, গৌরিকা চাকমা প্রমুখ।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. বদিউল আলম বলেন, ‘বিভাগীয়, প্রশাসনিক কর্মকর্তারা পর্যায়ক্রমে সহকারী কমিশনার নন ক্যাডার, সিনিয়র সহকারী কমিশনার নন ক্যাডার, এমনকি উপ-সচিব পদেও পদোন্নতি পেতে পারে। সরকার এ ব্যাপারে ভাবছে। ৮৮ জন প্রশাসনিক কর্মকর্তা থেকে বর্তমানে সারাদেশে মাঠ প্রশাসনে প্রায় ৯০০ জন প্রশাসনিক কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। তাদের পদোন্নতিসহ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাওয়া হবে।’
বিডি প্রতিদিন/ফারজানা