বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি। আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হবে।
রবিবার দুপুরে নগরের বিআরটিসি মার্কেটে সংগঠন কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা ও সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।
সভায় সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত, নিখোঁজ ও আহত চালক-শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘট ডাক দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন