চট্টগ্রামে লরির চাপায় ফাতেমা জাহান নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে বায়েজিদ বোস্তামী লিংক রোডের সীতাকুণ্ড অংশে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা জাহান এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার দুপুরে বাবার মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়িতে ফিরছিলেন ফাতেমা জাহান। এসময় একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার তার বাবা ফারুকও মারাত্মকভাবে আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম