২৭ ডিসেম্বর, ২০২২ ২০:১৬

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতো শাকিল মিয়া নামের এক যুবক। বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মাকে জানায়। পরবর্তীতে তার পরিবার উত্যক্ত না করার জন্য অনুরোধ করার কারণে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী স্কুলছাত্রীকে চট্টগ্রামে নিয়ে আসলেও র‌্যাবের ধরা পড়েছে অপহরণকারী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত সোমবার কর্ণফুলী ইপিজেড এলাকা থেকে অপহরণকারী শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গত ২৮ মে বিকেলে কোচিং থেকে ফেরার পথে শাকিল মিয়া অজ্ঞাতনামা আরও দুই-তিন জনের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর