২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪৯

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহণের সময় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো নাঈম এবং হোসেন আলী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের পাকা রাস্তার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, অ্যাম্বুলেন্সে করে বিশেষ কায়দায় গাঁজা পরিবহণ করা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর