বিএনপি-জামায়াতের ‘ধারাবাহিক নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ।
আজ শনিবার বিকালে নগরী দোস্ত বিল্ডিং চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার কান্তি দত্ত, মো.শহীদুল আলম আশেক ই এলাহী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর, মো. ফোরখান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইনবিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. আবু ছৈয়দসহ উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ