চট্টগ্রামে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনার ও চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতের পারকি হলে দিনব্যাপী সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদত প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. দিলীপ কুমার বণিক। প্রধান বক্তা ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। এছাড়াও ডা. ইস্রাফিল হোসেন মুন্সী, ডা. শহিদুল আলম, ডা. আবদুল মজিদ ও ডা. অপূর্ব কুমার দাশ আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারি এবং বেসরকারি উদ্যোগে একযোগে সবাইকে কাজ করতে হবে। হোমিওপ্যাথি খাতে যেমন সম্ভাবনা রয়েছে তেমনি কিছু সমস্যাও রয়েছে। হোমিও চিকিৎসকদের উচ্চতর শিক্ষাগ্রহণে সরকারিভাবে সহযোগিতা করতে হবে।
বিডি প্রতিদিন/এএম