সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয়ে আট দিন পরে মৃত্যু হয়েছে নাজিম উদ্দীন (৪০) নামে এক ব্যক্তির। নাজিম উদ্দীন পৌরসভার মৃত ইলিয়াছের ছেলে। শুক্রবার জুমার নামাজের পর তার দাফন করা হয়েছে। হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় গত ২০ এপ্রিল এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নামাজে যাওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা নাজিম উদ্দীনকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/এএম