মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল রবিবার ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিনদিনের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ শিক্ষক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের প্রায় ১৩শ শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির কারণে স্থগিত হয়েছে সংশ্লিষ্ট স্কুলের নির্বাচনী পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর দ্বারা। কিন্তু পরিতাপের বিষয় আমরা এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই অ্যাকাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।
তিনি বলেন, আমাদের কর্মসূচির কারণে অষ্টম, নবম ও দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তারপরও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা শনিবারও পরীক্ষা নিয়েছি এবং কর্মসূচিও সংক্ষিপ্ত করেছি।
শুক্রবার শিক্ষক নেতৃবৃন্দ এক সভায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জেলা, উপজেলা ও থানার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট সফল করতে বিদ্যালয় ইউনিটকে আহ্বান জানান। একই সাথে ১৩ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেন।
বিডি প্রতিদিন/হিমেল