চট্টগ্রামের এসএসসি পরীক্ষায় সেরাদের সেরা কলেজিয়েট স্কুল ও খাস্তগীর স্কুলকে পেছনে ফেলে শতভাগ পাসের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল। গত বছর এ স্থানে ছিল বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) দখলে। এছাড়াও এ বছর ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, শতভাগ পাসের তালিকায় ১ থেকে ১০ এর মধ্যে রয়েছে সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়। সেন্ট স্কলাস্টিকা বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ। তার মধ্যে শীর্ষে থাকা মুসলিম হাই স্কুলের ৪৬০ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বোর্ডের তথ্যানুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাসের হার ৬৫ দশমিক ৪১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮২ দশমিক ৬ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪১৭ জন।
২০২২ সালে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫২৫ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ, মানবিক বিভাগে পাস করেছে ৭৮ দশমিক ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৬৩ জন আর মানবিকে ৪৭৬ জন পূর্ণ জিপিএ পেয়েছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল