মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে আবিভূর্ত হয়েছে মাদক। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের লোকজনকে ভূমিকা রাখতে হবে। তা না হলে মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করে করে দিবে। জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন বক্তরা।
রবিবার সকালে নগরীর একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষিণ-পূর্ব রিজিয়নের উপ-মহাপরিচালক কর্ণেল এস এম আবুল এহসান, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো জাফরুল্যাহ কাজল, উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা, হুমায়ন কবির খন্দকার, সোমেন মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম