চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আলীম হোসেন, মোহাম্মদ আলী, শিকদার মিয়া, মো আবদুল্লাহ এবং মো. কাশেম। সোমবার রাতে জেলার বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান আসছে এ তথ্যের ভিত্তিতে পুইছড়ির ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম